রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী আনহার আলী ইয়াকুব এর মায়ের ইন্তেকাল



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বরকতপুর গ্রামের তরুণ সমাজকর্মী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাজ্যের লন্ডন শাখার সাংগঠনিক সম্পাদক আনহার আলী ইয়াকুব এর মাতা হাজী আলেছা খানম (৭৬) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ সোমবার (১১ মার্চ) বিকাল পৌনে ৫টায় আকস্মিক ইন্তেকাল করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সোমবার (১১ মার্চ) বিকালে নিজ বাড়িতে তিনি শ্বাসকষ্টজনিত কারণে আকস্মিকভাবে সংকটাপন্ন হয়ে পড়েন। দক্ষিণ সুরমার নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁর মৃত্যু নিশ্চিত করেন। মৃত্যুকালে তিনি ৫ছেলে, ৩মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার যুক্তরাজ্য প্রবাসী পুত্র আনহার আলী ইয়াকুব দেশে আসার পর জানাযার সময়সূচি জানানো হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন