শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

লেবাননে প্রবাসী বাংলাদেশির ইসলাম ধর্ম গ্রহণ



গত রোববার (১০ মার্চ ২০১৯) লেবাননে হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান ধর্ম গ্রহণ করলেন এক প্রবাসী বাংলাদেশি। লেবাননে ছাকায়া জিঞ্জির জামে মসজিদে রবিবার জোহরের নামাজের পর ঐ বাংলাদেশীকে কালেমা পড়ান উক্ত মসজিদের ইমাম সাহেব। সে সময় বাংলাদেশী মুসল্লিরা তাকে বরণ করে নেন। সেই সাথে লেবানিজরাও তাকে বরণ করে নেন। মুসলমান ধর্ম গ্রহন করা ঐ প্রবাসী বাংলাদেশি বি-বাড়িয়া জেলার, নবী নগর থানার, নাটগর গ্রামের নারসেস বিশ্বাসের ছেলে মিতুন বিশ্বাস, তাঁর মায়ের নাম সামিতা বিশ্বাস। মুসলমান ধর্ম গ্রহন করার পর তার নাম দেয়া হয়েছে আব্দুল্লাহ।

আব্দুল্লাহ কেন তাঁর নিজ ধর্ম ছেড়ে মুসলমান হলেন, তাঁকে কেউ বাধ্য করেছে কিনা, কেউ তাকে জোর করিয়ে এমনটি করিয়েছে কিনা বা কারো ভয়ে সে ধর্ম বদল করছেন কিনা জানতে চাইলে আব্দুল্লাহ বলেন – তাঁকে কেউ জোর করেনি, তাঁকে কেউ বাধ্যও করেনি। সে স্ব-ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আব্দুল্লাহ আরো বলেন – ইসলাম শান্তির ধর্ম, তাই তিনি এই ধর্মের অনুসারী হয়েছেন। আগামী দিনগুলো যাতে ভাল ভাবে সত্যিকারের মুসলমান হয়ে কাটাতে পারেন, সেই জন্য আব্দুল্লাহ সকল মুসলিমদের সহযোগীতা কামনা করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!