সিলেটের বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের কোষাধ্যক্ষ হাজী ইসহাক আলী।
ট্রাস্টের সাধারণ সম্পাদক শহীদ আবুল কালাম সেতুর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নজরুল ইসলাম।
সভায় ট্রাস্টের বিগতদিনের কার্যক্রম তুলে ধরে বক্তৃতা করেন ট্রাস্টের সাধারণ সম্পাদক শহীদ আবুল কালাম সেতু। এসময় বক্তৃতাকালে শহীদ আবুল কালাম সেতু বলেন, আমি অতীতকে আঁকড়ে ধরে থাকতে চাই না। তবে অতীতের সফলতা-ব্যর্থতার মুল্যায়ন করে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের নতুন করে যাত্রা শুরু করতে হবে।
সভায় ট্রাস্টের সাধারণ সম্পাদক শহীদ আবুল কালাম সেতু প্রস্তাব করেন ঐতিহ্যবাহী গহরপুর মাদরাসার উন্নয়নের লক্ষ্যে গঠিত এই ট্রাস্টকে এগিয়ে নিতে সংবিধান মোতাবেক আগামীদিনের জন্য নতুন কমিটি গঠন করতে হবে। তার এই প্রস্তাবের আলোকে উপস্থিত সকলেই নতুন কমিটি গঠনের ব্যাপারে মতামত উপস্থাপন করেন।
সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ট্রাস্টের ট্রাস্টি মো. আজমল আলী খাঁন, মামুন কবির চৌধুরী, ছহুল এ মুনিম, জিল্লুর রহমান জিলু, আজাদ মিয়া, আব্দুল বাহার শেলু, জিএম চৌধুরী ফরহাদ, জহির মিয়া বাবুল ও মিনার আলী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে উপস্থিত ট্রাস্টিদের মধ্য থেকে আগামী দুই বছরের (২০১৯- ২০২১) জন্য সংবিধান মোতাবেক ২১সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির কর্মকর্তারা হলেন – সভাপতি আব্দুল বাহার শেলু, সিনিয়র সহ-সভাপতি আরজু মিয়া, সহ সভাপতি জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক বাহরাম খান, কোষাধ্যক্ষ আজাদ খান, সহ কোষাধ্যক্ষ আব্দুল আজিজ ইসলাম সুহেল, সদস্য শহীদ আবুল কালাম সেতু, ছহুল এ মুনিম, মিনার আলী, আজির উদ্দিন আব্দাল, আব্দুল সহিদ, আজাদ মিয়া, মোহাম্মদ আজমল আলী খাঁন, মামুন কবির চৌধুরী, ফারহান নূর চৌধুরী, আব্দুল হাফিজ জুয়েল, জহির মিয়া বাবুল, মিজানুর রহমান সেলিম, মোহাম্মদ শাহাব উদ্দিন, মতাহির আলী খসরু। সভায় কার্যনির্বাহী কমিটি সদস্য ছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন – আব্দুল কাইয়ুম মানিক, মাওলানা সাদিকুল ইসলাম, আনহার আলী ইয়াকুব প্রমুখ।
সভায় ঐতিহ্যবাহী এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ট্রাস্টের কার্যক্রমকে গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভার শেষ পর্যায়ে মোনাজাত পরিচালনা করেন জিএম চৌধুরী ফরহাদ।
উল্লেখ্য উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ আল্লামা হাফিজ নূর উদ্দিন গহরপুরী (রহ.)’র স্মৃতিবিজড়িত গহরপুর মাদ্রাসার উন্নয়নে ২০০৫ সালে এ ট্রাস্ট গঠন করা হয়।