বাংলাদেশিসহ চার লক্ষাধিক অবৈধ অভিবাসীকে শর্ত সাপেক্ষে গ্রিনকার্ড প্রদানের একটি বিল মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়েছে।
‘দ্য ড্রিম অ্যান্ড প্রমিজ অ্যাক্ট’ শিরোনামে বিলটি উত্থাপন করেন ডেমোক্র্যাটিক পার্টির ৩ কংগ্রেসওম্যান।
এরা হলেন- নিউইয়র্কের নিদিয়া ভ্যালেস্কুয়েজ ও ইয়েভেটি ডি ক্লার্ক এবং ক্যালিফোর্নিয়ার লুসিলে য়বেল-এলার্ড। খবর এনআরবি নিউজের
এই বিল সম্পর্কে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সী পেলসী বলেন, ‘ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ বিধায় প্রতিনিধি পরিষদে তা পাশ হলেও রিপাবলিকান শাসিত সিনেটে পাস হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে আমরা চাচ্ছি এর সমর্থনে ব্যাপক জনমত গড়তে, যার ঢেউ লাগবে সামনের বছরের জাতীয় নির্বাচনে।’
যে চার লক্ষাধিক অবৈধ অভিবাসীকে গ্রিনকার্ড প্রদানের বিল উত্থাপন করা হয়েছে তার বাইরেও লক্ষাধিক বাংলাদেশিসহ প্রায় সোয়া কোটি বিদেশি রয়েছেন অবৈধ অভিবাসী হিসেবে। এদের মধ্যে যারা কোনো অপরাধে লিপ্ত নন এবং যারা নিয়মিতভাবে কাজ করছেন ও ট্যাক্স দিচ্ছেন তাদেরকে গ্রিনকার্ড প্রদানের বিল এর আগেও ডেমোক্র্যাট শাসিত প্রতিনিধি পরিষদে পাস হয়। তবে সেই বিল রিপাবলিকানদের সমর্থন পায়নি।