এছাড়া ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে বিজয়ী হয়েছেন সিলেট জেলা যুবলীগ নেতা সামস্ উদ্দিন সামস্। তিনি পেয়েছেন ১১হাজার ৮শ ৫৮ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী পেয়েছেন ৯হাজার ৩শ ৫৭ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেবু আক্তার মনি ফুটবল প্রতীকে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১৫হাজার ৫শ ১৬ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ কলসুমা বেগম (পদ্মফুল) পেয়েছেন ১২ হাজার, ৪শ ৭৬ভোট।
সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে অনুষ্ঠিত এই ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়। নির্বাচনে দিনের শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বিকালের দিকে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায়। তবে মহিলা ভোটারদের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ভোট গ্রহণ শেষে সন্ধ্যা থেকে
ফলাফল ঘোষণা শুরু হয়। উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাকিব এসব ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮০,৬শ ৩৮ জন। এবং ৩৪টি কেন্দ্রের ২শ ৮টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
তবে নির্বাচন চলাকালে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ গোলাম রব্বানী (আনারস) নির্বাচন বয়কট ঘোষণা করেন।