দৈনিক খোলা কাগজ ও দৈনিক সিলেটের মানচিত্র পত্রিকার বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বালাগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম এ কাদির সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি শনিবার (২৩ মার্চ) বেলা ১ ঘটিকায় দক্ষিণ সুরমার সিলেট-সুলতানপুর বালাগঞ্জ সড়কের ময়ুরকুঞ্জ কনভেনশন হলের অদূরে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হন।
আলাপকালে সাংবাদিক এম এ কাদির জানান, শনিবার খোলা কাগজের প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে সিলেট নগরীর উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা হন। ভাঙা রাস্তায় ওভারটেক করার সময় একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যান। এতে তাঁর ডান কাঁধে মারাত্মক আঘাত পান। তাৎক্ষনিক নর্থইস্ট হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি বালাগঞ্জের রতনপুর গ্রামস্থ নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন। তিনি দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।