গত ২৩ এপ্রিল (মঙ্গলবার) পূর্ব লন্ডনের স্থানীয় লী মেডিসিন হলে নবগঠিত ‘লন্ডন মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ এর কার্যকরী কমিটির অভিষেক ও প্রীতভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লন্ডন মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি জনাব শামস উদ্দিন তালুকদার শামসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ার জাহানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন যুক্তরাজ্য বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি জনাব পীর আব্দুল কাইয়ুম।
ফাউন্ডেশনের সভাপতি শামসুদ্দিন তালুকদার শামসের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে যৌথভাবে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনে করেন রানা আব্দুল্লাহ, সায়েদ আহমেদ শাহীন, সুহেল আহমেদ, সাজ্জাদুর রহমান, রাছেল সিরাজ, আবু ছলমান মুরাদ, আনহার আলী ইয়াকুব, কিজির আহমেদ, মিজানুর রহমান সেবুল, শেখ মোঃ দেলোয়ার হোসেন ও সিরাজুল ইসলামসহ সকল অতিথিবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য মোঃ সেলিম মিয়া ও দপ্তর সম্পাদক সায়েক আহমেদ ও যুগ্ম সম্পাদক মোঃ সিনু মিয়া। মূল আলোচনা পর্বে সপ্রতিভ বক্তব্য রাখেন,ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এম এ গণি।
অনুষ্ঠানের উদ্বোধক ও দীপ্ত শপথ অভিষেক স্মরণিকার মোড়ক উন্মোচন করেন যুক্তরাজ্য বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি জনাব ফেরদৌস সেরদিল, অনুষ্ঠানে আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
মোড়ক উন্মোচনের পর যুক্তরাজ্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি জনাব ফেরদৌস সেরদিল নবগঠিত লন্ডন মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সকল সদস্যকে মঞ্চে ডেকে ডেকে পরিচিয় করিয়ে দেন এবং প্রধান অতিথি সুলতান মাহমুদ শরীফকে সাথে নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক নবগঠিত কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বিশেষ বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উল্লেখযোগ্য বক্তব্য রাখেন সর্বজনাব যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতিদের মধ্যে আলহাজ্ব জালাল উদ্দিন ও হরমুজ আলী। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাসেম, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকদের মধ্যে নইম উদ্দিন রিয়াজ, আনোয়ারুজজামান চৌধুরী। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মধ্যে আব্দুল আহাদ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, লন্ডন বারা অব নিউহাম কাউন্সিলের কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বাদশা আলমগীর।
কেন্দ্রীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক হেলাল, যুক্তরাজ্য বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ। যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসনে আরা মতিন। যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, সম্পাদক মন্ডলীর সদস্যদের মধ্যে এস এম সুজন মিয়া, রবিন পাল, আনছারুল হক, সারব আলী, লুৎফুর রহমান সায়েদ, খছরুজজামান খছরু।
বিপুল সংখ্যক উপস্থিতির এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন – লন্ডন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি সফিক আহমেদ, সৈয়দ এহসান, আফছর খান সাদেক, সায়েক আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি সেলিম আহমেদ, নজরুল ইসলাম কামাল, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, যুক্তরাজ্য শ্রমিক লীগের সহ-সভাপতি এডভোকেট শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুক্তরাজ্য যুবলীগের শেখ মোঃ জিতু মিয়া, জুবায়ের আহমেদ, মাহমুদ আলী,লিলু মিয়া তালুকদার, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমেদ, ওয়েলস যুবলীগের সভাপতি সেলিম আহমেদ ভিপি, নিউ পোর্ট যুবলীগ সভাপতি মুহিবুর রহমান মুহিবসহ প্রমুখ নেতৃবৃন্দ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা গোলাম মস্তফা, শাহজাহান বাবু, নূরুন নবী আলী, আলহাজ আঙ্গুর মিয়া, নজরুল ইসলাম, নাজমা হোসেইন, হাফসা নূর, নিউ পোর্ট যুবলীগের আবুল কালাম মুনিম, রুহুল আমিন, আনহার আলী।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন লন্ডন মহানগরের সহ সভাপতিদের মধ্যে -আখতার হোসেন বাবলু, মতিউর রহমান, নুরুল হক, সাজ্জাদুর রহমান, সুহেল আহমেদ, সায়েদ আহমেদ শাহীন, মিজানুর রহমান সেবুল, কিজির আহমেদ, শাহ শহীদ আলী, শেখ মোঃ দেলোয়ার হোসেন দিনার, আব্দুল মজিদ সিরাজ, যুগ্ম সম্পাদকদের মধ্যে শাহিদুর রহমান, সাহেল আহমেদ তপাদার, রুহুল আমিন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদকদের মধ্যে কামরান উদ্দিন কমর, মোঃ জিতু মিয়া,দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, সহকারী ট্রেজারার হেলাল আহমেদ, আসফাক রহমান সোহেল, সাজিদুর রশিদ, ফারুক মিয়া, আব্দুল ওয়াহাব মনি, শামীম মিয়া, সামছুল খান, রুমমান আহমেদ, মোঃ আজম আলী, লিটন চৌধুরী সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক নেতা কর্মী , বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ফাউন্ডেশনের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীবৃনদ উপস্থিত ছিলেন।
পরিশেষে ফাউন্ডেশনের সভাপতি শামস উদ্দিন তালুকদার শামস উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।