শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সারাবিশ্বের মন্ত্রীরা এখন বাংলাদেশের মন্ত্রীদের খুঁজে বেড়ায়, পরামর্শ চায় : তথ্যপ্রযুক্তি মন্ত্রী



ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। ফাইল ছবি

সারাবিশ্বের মন্ত্রীরা এখন বাংলাদেশের মন্ত্রীদের কাছে পরামর্শ চায় উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘এইবার বোধহয় দেখেছি, সারাবিশ্বের মন্ত্রীরা বাংলাদেশের মন্ত্রীদের খুঁজে বেড়ায়, বাংলাদেশের মন্ত্রীদের অ্যাপয়েন্টমেন্ট খোঁজে। তারা জানতে চায়-এটা কেমন করে করা উচিত, ওইটা কেমন করে করা উচিত।’

সোমবার রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

‘বিপিও সামিট বাংলাদেশ ২০১৯’-এর সমাপনী ওই অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘একটু গর্ব করেই বলতে পারি, বাংলাদেশকে সম্মান দেয়ার মতো সময় এখন বিশ্ববাসী অনুভব করে। এখন ডিজিটাল বিপ্লবের কথা বলা হচ্ছে। এখন বাংলাদেশের যে জায়গাটি সবচেয়ে বেশি প্রশংসিত হচ্ছে, আমি অন্তত ২০১৮ ও ২০১৯ সালের গল্প করতে পারি।’

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!