বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় বোমা হামলার দায় স্বীকার করে ছবি ও বার্তা দিল আইএস



শ্রীলঙ্কায় গত রবিবারের ভয়াবহ সিরিজ বোমা হামলার দায় স্বীকার করে বার্তা দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার ওই হামলার দায় স্বীকার করার পর প্রমাণস্বরূপ হামলাকারী দলের সাত জঙ্গি সদস্যের ছবি ও ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠনটি ৷ আইএসের নিউজ এজেন্সি আমাকে এই ছবি প্রকাশ করা হয়েছে।

আইএসের দায় স্বীকারের পর তাদের তথ্য যাচাই করে দেখার চেষ্টা করছে কলম্বোর গোয়েন্দা সংস্থাগুলো।

শ্রীলঙ্কায় হামলায় অংশ নেয়া জঙ্গিদের নামও প্রকাশ করেছে আইএস। ওই হামলাকারীদের কমান্ডো ভাই বলে উল্লেখ করেছে আইএস। আইএস যে সাত জঙ্গির নাম প্রকাশ করেছে তা হলো- আবু উবাইদা, আবু আল মুক্তার, আবু খলিল, আবু হামজা, আবু আল বাররা, আবু মহম্মদ ও আবু আবদুল্লা৷ ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ ও মেট্রোর খবরে তা বলা হয়েছে।

প্রকাশিত ছবির সঙ্গে এসব জঙ্গির প্রশংসা করেছে আইএস। সেখানে বলা হয়েছে- আবু হামজা কলম্বোতে অ্যান্টনি গির্জায় মানুষের মাঝখানে নিজেকে উড়িয়ে দেন। আবু খলিল সেন্ট সেবাস্তিয়ান গির্জার কাছে গিয়েছিলেন এবং ইস্টার উদযাপন করছিলেন তাদের মাঝখানে নিজেকে বোমা মেরেছিলেন।

আবু মহম্মদ জিয়েন গির্জার কাছে গিয়ে নিজেকে বোমা মেরে ফেলেছিলেন। আবু উবাইদা, আবু আল-বাররা ও আবু আল-মুখতার কলম্বো শহরের মাঝখানে হোটেল সাংগ্রি-লা, সিনামুন এবং কিংসবারিতে গিয়েছিলেন। তারা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়৷

এর আগে হামলাকারীরা সবাই শ্রীলঙ্কান বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা। এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৯ জনে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!