শনিবার, ২৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

প্রথম বাংলাদেশি হিসেবে প্রমীলা ফ্র্যাঞ্চাইজি লিগে জাহানারা আলম



ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট উইমেন’স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলতে যাচ্ছেন বাংলাদেশি ক্রিকেটার জাহানারা আলম। প্রমীলা ক্রিকেটে তিনিই প্রথম বাংলাদেশি ক্রিকেটার যিনি বিদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠ মাতাতে চলেছেন।

গত বছর ভারতে শুরু হওয়া নারীদের এই ক্রিকেট টুর্নামেন্ট এবার আয়োজিত হচ্ছে আরও বড় পরিসরে। প্রথম আসরে দু’টি দলের অংশগ্রহণ থাকলেও এবার মোট দল তিনটি, এর মধ্যে ভেলোসিটি দলের হয়ে খেলবেন বাংলাদেশের গর্ব জাহানারা।

আসরটিকে মেয়েদের আইপিএলের মত করেই দেখছে ভারতের ক্রিকেট অঙ্গন। এই আসরে সুযোগ পাওয়া নির্দ্বিধায় জাহানারার ক্যারিয়ারের অন্যতম সুখবর। ভেলোসিটির ক্যাম্পে যোগ দিতে আগামী ২ মে দেশ ছাড়বেন এই ডানহাতি পেসার।

৬ মে শুরু হতে যাওয়া আসরটির পর্দা নামবে ১১ মে। জাহানারার দল ভেলোসিটি নিজেদের ম্যাচ দুটি খেলবে ৮ ও ৯ মে। ফাইনালে উঠলে থাকবে আরও একটি ম্যাচ খেলার সুযোগ। আসরের অন্য দুটি দল হল সুপারনোভাস ও ট্রেইলব্লেজারস।

জাহানারার দল ভেলোসিটির অধিনায়ক হিসেবে থাকছেন প্রমীলা ক্রিকেটের কিংবদন্তীতুল্য খেলোয়াড় মিতালী রাজ। ভারতের সর্বকালের সেরা খ্যাত এই নারী ক্রিকেটারের নেতৃত্বে জাহানারাসহ মোট ৪ জন বিদেশি খেলোয়াড় থাকছেন স্কোয়াডে।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!