সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং দলের অঙ্গ সংগঠনগুলো।
কর্মসূচির মধ্যে রয়েছে পল্লী নিবাসে হুসেইন মুহম্মদ এরশাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল, কুরআন তেলাওয়াত, অসহায়-দুস্থদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ। এছাড়া নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, কুরআন খতম, নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে মাইকযোগে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের জীবনী ও ভাষণ প্রচার করা হবে। ২০১৯ সালের এই দিনে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ঢাকাসহ সারাদেশে কুরআন তিলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল এবং স্মরণসভাসহ নানা কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করবে জাতীয় পার্টি।