ঐতিহ্যবাহী শীতল পাটির জন্য বিখ্যাত বালাগঞ্জ উপজেলার প্রবেশ মুখ বোয়ালজুড় ইউনিয়নের রাজাপুরে (বালাগঞ্জ-ওসমানীনগর সীমানায়) উপজেলা পরিষদের অর্থায়নে নান্দনিক একটি সীমানা ফলক নির্মাণ করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত নান্দনিক এ ফলকটির পরিকল্পনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব। তাঁর পরিকল্পনায় নির্মিত এই ফলকটির নির্মাণে ২ লক্ষ ৬ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে। ফলকটি বালাগঞ্জের উপজেলা চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর আজ ৯ ডিসেম্বর উদ্বোধন করেন। যার ফলে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো শীতল পাটির নকশায় নির্মিত নান্দনিক এ ফলকটি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুস সাকিব, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এম মতিন, সাংগঠনিক সম্পাদক ও পূর্বপৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, দপ্তর সম্পাদক আব্দুস শহীদ মেম্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম সহ ও অন্যান্যরা।
স্থাপনাটি নির্মাণে উপজেলা প্রশাসনের পরিকল্পনা বাস্তবায়নে ঠিকাদার হিসেবে কাজ করেছেন নয়ন তালুকদার।