এ সময় সংগঠনটি এক আলোচনা সভার ও আয়োজন করে। সংগঠনের সভাপতি আফছার করিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমাছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্তিত ছিলেন সমাজসেবক ডাক্তার মসুদ আহমদ। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন – মাওলানা সাইফুল ইসলাম, ক্রীড়া সংগঠক মসাহিদ মিয়াসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। বক্তারা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিত্ব মরহুম মোঃ আব্দুল করিম আনোয়ার খানের অকাল মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে সেটি কোনদিন কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে মন্তব্য করেন। পরিশেষে সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।