মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কমলগঞ্জে হাজী আব্দুল করিম আনোয়ার স্মৃতি পরিষদের  ইফতার সামগ্রী বিতরণ



মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নে হাজী আব্দুল করিম আনোয়ার স্মৃতি পরিষদের আয়োজনে বৃন্দাবনপুর গ্রামে গত ৪ মে  (শনিবার) বিকাল ৩ ঘটিকায় বৃন্দাবনপুর সুষমা মার্কেটে ৪০টি হত দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সমাগ্রী বিতরণ করা হয়।

এ সময় সংগঠনটি এক আলোচনা সভার ও আয়োজন করে। সংগঠনের সভাপতি আফছার করিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমাছ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসেবে উপস্তিত ছিলেন সমাজসেবক ডাক্তার মসুদ আহমদ। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন – মাওলানা সাইফুল ইসলাম, ক্রীড়া সংগঠক মসাহিদ মিয়াসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। বক্তারা বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিত্ব মরহুম মোঃ আব্দুল করিম আনোয়ার খানের অকাল মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে সেটি কোনদিন কাটিয়ে ওঠা সম্ভব নয় বলে মন্তব্য করেন। পরিশেষে সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!