বুধবার, ২৬ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আগামী ডিসেম্বরের শুরুতেই বিপিএল!



আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর মাঠে গড়ানোর পরিকল্পনা রয়েছে বিসিবির। বোর্ডের সে পরিকল্পনা সম্পর্কে সংবাদমাধ্যমকে অবহিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বুধবার (৮ মে) বলেন, ‘এফটিপি হয়ত একটু এদিক-সেদিক হতে পারে। হয়ত তারিখ আগেও আসতে পারে পেছনেও যেতে পারে। তবে আমরা প্ল্যান করছি ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিপিএল করার জন্য।’

তিনি বলেন, ‘যেহেতু বিপিএল ডিসেম্বরে, সেজন্য হয়ত শ্রীলঙ্কা সিরিজের শিডিউলে পরিবর্তন আনা হতে পারে।’

যদিও এক্ষেত্রে শ্রীলঙ্কা সফর কিংবা সিরিজ ‘এগিয়ে আনা’র মত শব্দ ব্যবহার করেননি বোর্ডের এই দায়িত্বশীল কর্তা।

শ্রীলঙ্কা বাংলাদেশকে বিশ্বকাপের পরই সফরের আমন্ত্রণ জানানোর অন্যতম প্রধান কারণ নিজেদের দেশকে নিরাপদ প্রমাণ করা। ইস্টার সানডেতে ভয়ানক জঙ্গি হামলার পর শ্রীলঙ্কায় নিরাপত্তা শঙ্কা রয়েছে। সেই শঙ্কা দূর করতেই এসএলসির ‘ডাক’, যে ডাকে সাড়া দিচ্ছে বাংলাদেশও। কিন্তু নিরাপত্তা ইস্যুটি সামনে আসছে ঘুরেফিরেই।

তবে নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘কোনো সন্দেহ নেই- নিরাপত্তা সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। আগে একটা নিরাপত্তা দল যাবে, তারা দেখবে কেমন নিরাপত্তা আছে। যদিও আমরা সন্তুষ্ট হই… কোনো ধরনের কোনো ঝুঁকি থাকলে অবশ্যই আমরা সেই ঝুঁকি নেব না। কারণ আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা এবং প্রাধান্য সবার আগে।’

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!