প্রিন্স হ্যারি বলেন, নতুন অতিথি পেয়ে তাঁরা খুশি। গর্ভাবস্থায় তাদের সমর্থনের জন্য জনসাধারণকে ধন্যবাদ জানান। খবর বিবিসির।
তিনি বলেন, মা ম্যাগান এবং শিশু সুস্থ আছেন। শিশুটির নাম কি রাখবেন তা ভাবছেন।
বাকিংহাম প্যালেস সূত্র বলছে, শিশুটির ওজন ৩ দশমিক ২ কেজি।