রবিবার, ২০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে প্রবাসী বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় ‘অপমৃত্যুর’ মামলা



সিলেটের ওসমানীনগরে অচেতন অবস্থায় উদ্ধারের পর যুক্তরাজ্য প্রবাসী বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় ‘অপমৃত্যুর’ মামলা হয়েছে।

সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম ও তার ছেলে মাইকুল ইসলামের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে রফিকুলের শ্যালক দিলোয়ার আহমদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এর আগে, মঙ্গলবার দুপুরে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের একটি ভাড়া বাসার কক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী একই পরিবারের পাঁচজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর পঞ্চাশোর্ধ্ব রফিকুল ও তার ১৮ বছর বয়সের ছেলে মাইকুল রহস্যজনকভাবে মারা যান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!