বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত



যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২মে ইউমেক্সসত্বের এসলিন রোডে শেফিল্ড আওয়ামী লীগের প্রতিষ্টাতা সভাপতি এম. মুহিত আলী মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ খালেদের পরিচালনায় প্রধান অতিথি লড মেয়র অব শেফিল্ড টনি ডাওয়নিং, বিশেষ অতিথি শেফিল্ড এম পি পল বুলমফিল্ড, হল হামবার ও সকানথরপ থেকে আওয়ামী লীগ নেতা-কর্মী এবং শেফিল্ড আওয়ামী লীগ নেতা-কর্মী সহ বিপুল উপস্থিতি ছিল।

সভায় বক্তব্য রাখেন – শেফিল্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মতিউর রহমান শাহীন, এম পি পল বুলমফিল্ড, লড মেয়র টনি ডাওয়নিং। শেফিল্ড আওয়ামী লীগ নেতা খলকু মিয়া , সুফিয়ান আহমদ চৌধুরী, সারওয়ার হুসেন সাহান , আহবাবুর রহমান মিরন, নাজমুল হক বাবলু, সাধিকুর রাহমান, নেছার আহমদ মিজান, আব্দুল লতিফ কামালি, শাহিন আহমদ সেনর, আব্দুল কাদির, ছয়াদ আহমদ, আহাদ মিয়া প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!