বৃটিশ পার্লামেন্টের হাউজ অব কমন্সের ওয়েস্টমিনিস্টার হলে রহমত আলী ফাউণ্ডেশন ইন্টারন্যাশনাল -এর এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) পপলার এণ্ড লাইম হাউস আসনের এমপি আপসানা বেগমের বিশেষ আয়োজনে বৃটিশ চ্যারিটি রেজিস্টারপ্রাপ্ত সমাজ সেবায় নিয়োজিত এ সংগঠনের এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের আলোচনার সাথে সাথে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়।
ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক রহমত আলীর সভাপতিত্বে এ সভা যৌথভাবে পরিচালনা করেন শিক্ষক মিসবাহ উদ্দিন আহমদ ও সাবেক অধ্যক্ষ ফরিদ আহমদ। এতে অংশগ্রহণ করেন সংগঠনের ট্রাস্টি ও স্পনসরবৃন্দ। এ সময় অনেকে নতুন করে ট্রাস্টিশিপ গ্রহণ করেন এবং তাদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন এমপি আপসানা বেগমসহ অন্যান্য অতিথিবৃন্দ। উপস্থিত স্পন্সরবৃন্দ হচ্ছেন – যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের সংগঠক কবি সুরুজ্জামান চৌধুরী, লেখক ও সাহিত্যিক আবুল কালাম আজাদ ছোটন, সাংবাদিক আনোয়ার শাহজাহান, নাসরীন শাহজাহান, সলিসিটর মনিরুজ্জামান, লেখক ও সাংবাদিক মুহাম্মাদ শরীফুজ্জামান, মনির খান, নাজমুল হুদা, শেখ মোদাব্বির হোসেন, মোহাম্মদ ওয়ারিছ আলী, কামাল হোসেন, মোহাম্মদ আব্দুল আজিজ, মিডিয়া ব্যক্তিত্ব ফজলুল হক ও সুহেল খান প্রমুখ। তারা তাদের বক্তব্যে এ সংগঠনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন ও এ ব্যাপারে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
সভায় ফাউণ্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার কথা শুনে এমপি আপসানা বেগম এ সংগঠনের প্রতিষ্ঠাতা, স্পন্সরসহ সংশ্লিস্ট সবাইকে ধন্যবাদ জানান ও অন্যান্যদের এ কাজে সাধ্যমত সহযোগিতা করার কথাও বলেন। এছাড়া তিনি হাউস অব কমন্সে সবাইকে আমন্ত্রন জানাতে পেরেও আনন্দিত বলে জানান। অনুষ্ঠানে যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের সংগঠক কবি সুরুজ্জামান চৌধুরীর কবিতা পাঠ সবাইকে বিমোহিত করে।
আর্থ মানবতার সেবায় নিয়োজিত রহমত আলী ফাউণ্ডেশন ২০১২ সাল থেকে বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এটি বৃটেনের চ্যারিটি রেজিস্ট্রেশন প্রাপ্ত একটি প্রতিষ্ঠান। এর মাধ্যমে বিগত দিনে দরিদ্র ও ছিন্নমূল পরিবারকে আর্থিক সহযোগিতা এবং বিশ্বনাথ উপজেলার দশঘর নোয়াগাও প্রাইমারী স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে টিপিন সামগ্রী ও স্থানীয় দশঘর হাইস্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। বিগত কভিডের সময় বিশ্বনাথ ও পার্শবর্তী এলাকায় মাস্ক, সেনিটাইজার ও অক্সিজেন সামগ্রী ও বিতরণ করা হয়। এ ধরনের একটি প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তাছাড়া বিভিন্ন ঈদের ও বিগত বন্যার সময় কাপড়চোপড় ও খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। আগামীতে একটি মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, বৃটেন ভিত্তিক এ সংগঠনের প্রধান কার্যালয় পূর্ব লন্ডনের বাংলাটাউন ব্রিকলেনে এবং বাংলাদেশে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর বাজারে অবস্থিত।