এ ছাড়া সদস্য পদে যথাক্রমে- মো. রফিক আলী (ফুটবল) ১শ ৮ ভোট ও মো. জাহেদ মিয়া (টেবিল ফ্যান) ১শত ভোট এবং জাহান মিয়া (হেলিকপ্টার) প্রতীক নিয়ে ৮৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তাদের অন্য প্রতিদ্বন্দ্বী- মো. ছালা মিয়া ( মই) প্রতীকে ৬০ ভোট। এবং মানিক মিয়া (মাছ) প্রতীকে ৫৬ ভোট এবং শাহ মো. দুলাল (আপেল) প্রতীকে ৩১ ভোট পেয়েছেন। এর আগে নির্বাচনে ৫টি পদে মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন।
নির্বাচন চলাকালে ভোটগ্রহন পরিদর্শন করেন- রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমিতির উপদেষ্টা ময়নুল ইসলাম সালেহ, গহরপুর রিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শহীদ খান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সমিতির উপদেষ্টা এসএম হেলাল, সমাজসেবী আব্দুল মতিন, আব্দুল জলিল, সাবেক ইউপি সদস্য আইয়ুব উল্লাহ, এডভোকেট ময়নুল ইসলাম, শাহ আনছার আহমদ, কে.এস.বি যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ মছরুর, সিতাব আলী, অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়ন (৭০৭) মাদ্রাসাবাজার উপ-পরিষদ এর সদস্য শাহজাহান মিয়া প্রমুখ।
নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন-
বাংলাদেশ দাবা ফেডারেশন সিলেট এর এসি পি, এস সেক্রেটারি এস আলম। সহকারী ছিলেন সিলেট জেলা অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়ন (৭০৭) মাদ্রাসাবাজার উপ-পরিষদ এর সভাপতি মো. মামুন মিয়া ও গহরপুর রিকশা মালিক সমিতির সদস্য রিয়াজ আহমদ।
নির্বাচনে মোট ১শ ৭৩ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। মোট ভোটার সংখ্যা ছিল ২শ ৪৫জন।