সিয়াম সাধনার মাস মাহে রমজান। পবিত্র মাহে রমজানে বিশ্বের প্রত্যেকটি দেশে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সমূহ প্রবাসের মাটিতে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করে থাকে। আর সে ধারাবাহিকতায় গত ২৫মে (শনিবার) লেবাননের রাজধানী বৈরুত এর আইন আল রোমানি এলাকায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এস প্রবাসী স্টোর হল রুমে।
লেবানন প্রবাসী বৃহত্তম নোয়াখালী জেলার আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে ও সাহাব উল্ল্যা আটিয়ার পরিচালনায় লেবাননে বসবাসরত বিভিন্ন এলাকার সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ আঞ্চলিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন এ ইফতার ও দোয়া মাহফিলে।
তাঁদের মধ্যে অন্যতম হচ্ছেন – বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি লেবানন শাখার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন জাকির, সহ সভাপতি আমিনুল ইসলাম আইমান, সাবেক প্রধান উপদেষ্টা আমির হোসেন কলিম, লেবানন আওয়ামী লীগ সহ সভাপতি বাবুল মিয়া,আইন আল রোমানী এলাকার ইকবাল হোসেন, মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ মোস্তফা পাটোয়ারী, শাহ আলম,আমির হোসেন, লেবাননের বৃহত্তম পাহাদ সুপার মার্কেট হাউজ কিপিং সুপার ভাইজার আমির হোসেন,রফিকুর ইসলাম,জসিম উদ্দিন, মোহাম্মদ মাসুদ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার প্রতিনিধি ওয়াসীম আকরাম প্রমুখ।
ইফতার আগ মূহুর্তে দাওয়াতুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা জাহাঙ্গীর আলম সকল প্রবাসী বাংলাদেশী ও বিশ্বের মুসলিম উম্মাহ মঙ্গল ও শান্তি কামনায় বিশেষ মোনাজাতে দোয়া করা হয়।