২৯ মে (বুধবার) পর্দা উঠল বহুল প্রতীক্ষিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরের। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসরটির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয় বাকিংহাম প্যালেসের সামনে, বিখ্যাত ‘দ্য মল’ এ।
বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠান চলে প্রায় ১ ঘণ্টা। যদিও অতীতের উদ্বোধনী অনুষ্ঠানগুলোর তুলনায় কিছুটা সাদামাটাই ছিল এবারের আয়োজন।
বৈশ্বিক ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বিখ্যাত স্টেডিয়ামকে বেছে নেওয়া হলেও ইংল্যান্ড এবার ভেঙেছে সেই রীতি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের মঞ্চ হিসেবে বেছে নেয় ‘দ্য মল’কেই, যা ব্রিটিশদের ইতিহাস ও ঐতিহ্যের চিহ্ন বহন করে আসছে যুগ যুগ ধরে।
মাত্র ৪ হাজার দর্শক এবার পেয়েছিলেন সামনে বসে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগের সুযোগ। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমির বাকিদের তাই নিতে হয়েছে টেলিভিশন পর্দার আশ্রয়। ইংল্যান্ডের ইতিহাস, সংস্কৃতি ও ক্রিকেটকে প্রাধান্য দিয়ে একযোগে স্বাগত জানানো হয় এবারের বিশ্বকাপকে।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সর্বশেষ বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক গ্রায়েম সোয়ানকে সাথে নিয়ে ট্রফি নিয়ে যান মঞ্চে। ’৬০ সেকেন্ড চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ইংল্যান্ড, ৭৪ পয়েন্ট নিয়ে; যেখানে বাংলাদেশের পয়েন্ট ছিল ২২।