রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জের সারসপুর মাদ্রাসায় কিরাত প্রশিক্ষণ সমাপনী ও পুরস্কার বিতরণ



দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের উদ্যোগে বালাগঞ্জ উপজেলার সারসপুর খুজগীপুর দারুল কোরআন হাফিজিয়া দাখিল মাদ্রাসায় মাসব্যাপী অনুষ্ঠিত কিরাত প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

মাদ্রাসার হলরুমে গত শনিবার (১জুন) বিকালে প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মাদারবাজার এফইউ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ শহিদ আহমদ বোগদাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফ্ফার বকুল।

মাদ্রাসার শিক্ষক শ.ম জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ছালেহ আহমদ, প্রধান কারী মাওলানা কাজী মনজুর আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মাওলানা আলী আহমদ, মাওলানা মুক্তার হোসেন, কারী ফরিদ উদ্দিন, কারী রাকিব আলী, কারী শরিফ উদ্দিন, কারী ইমাদ আহমদ, কারী মুস্তফা ছাদিক, শিক্ষক জামিল আহমদ, শিক্ষার্থী আব্দুস সালাম, তানজিলা আক্তার পলি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে রাশেদুজ্জামান ও হামদ পেশ করেন আবিদা আক্তার। সবশেষে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাদারবাজার এফইউ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ শহিদ আহমদ বোগদাদী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!