ফেঞ্চুগঞ্জ উপজেলার মধ্য যুধিষ্ঠিপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সপ্তম শ্রণির ছাত্রকে পুলিশে হস্তান্তরের খবর পেয়ে ১৫ জুন (শনিবার) দুপুরে সরেজমিনে দেখতে আসেন, ইউনিটি ইউনিভার্স ফর হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন এর সিলেট বিভাগীয় সচিব দুুলাল আহমেদ ও ভাইস চেয়ারম্যান শেখ আবুুল কালাম।
সাথে ছিলেন- মানবাধিকার কর্মী আমিনুল হক রুমন, মানবাধিকার কর্মী কয়েস আহমেদ, রাজনগর উপজেলার মানবাধিকার কর্মী বিল্লাল হোসেন প্রমুখ। (বিজ্ঞপ্তি)



