বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

লন্ডনে বৈশাখী মেলা রবিবার



দক্ষিণ এশিয়ার বাইরে সবচেয়ে বড় বাংলা বর্ষবরণ উৎসব বৈশাখী মেলা এবার অনুষ্ঠিত হবে ৩০ জুন (রবিবার) পূর্ব লন্ডনের উইভার্স ফিল্ডে।

টাওয়ার হ্যামলেটস’ কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এবারের মেলায় আগত হাজার হাজার দর্শক শ্রোতাকে মাতাতে বাংলাদেশ থেকে এসেছেন জনপ্রিয় তিন শিল্পী ইমরান, লাভলি দেব ও বেলি আফরোজ।
বেথনাল গ্রীণের উইভার্স ফিল্ডের মূল মঞ্চে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার পাশাপাশি থাকবে শিল্পকলা ও পরিবারের জন্য নির্ধারিত এলাকা, বাচ্চাদের জন্য বিশেষ বিনোদন এবং রকমারি পণ্য ও খাবার দাবারের স্টল। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে সেরা বাংলা শিল্প, সঙ্গীত, সংস্কৃতি উপভোগ করার সুযোগ পাবেন বারার বাসিন্দা ও সারা দেশ থেকে আসা হাজার হাজার মানুষ।

এবারের বৈশাখী মেলায় অংশ নিতে প্রথমবারের মতো বৃটেন এসেছেন বাংলা গানের হালের ক্রেজ, ইন্টারশ্যানাল পপ সেনসেশান ইমরান ও তার ব্যান্ড। সিলেটের জনপ্রিয় লোক সঙ্গীত শিল্পী লাভলি দেবও মেলায় দর্শকদের মাতাতে এসেছেন প্রায় ১৪ বছর পর। লোক গানের আরেক জনপ্রিয় শিল্পী বেলি আফরোজও থাকবেন মেলার মূল মঞ্চে। মেলায় এবারও থাকবে আন্তর্জাতিকভাবে প্রশংসিত নাজ এন্ড বলি ফ্লেক্স এর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা।

এদিকে মেলার প্রস্তুতি নিয়ে শুক্রবার বিকালে পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মেয়র জন বিগস, লিড মেম্বার কাউন্সিলার সাবিনা আক্তার।

৩০ জুনের বৈশাখী মেলায় সপরিবারে যোগ দেয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস বলেন, বৈশাখী মেলা হচ্চেছ লন্ডনের সাংস্কৃতিক ক্যালেন্ডারের সবচেয়ে অপেক্ষিত ও জনপ্রিয় একটি ইভেন্ট।

এই মেলাকে সবধরনের সহযোগিতা অব্যাহতভাবে করতে পেরে কাউন্সিল হিসেবে আমরা গর্বিত। আন্তর্জাতিকভাবে জনপ্রিয় শিল্পীদের টাওয়ার হ্যামলেটসের বার্ষিক এই ফ্রি ইভেন্টে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!