আজ ২৫ জুলাই (বৃহস্পতিবার) বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী । তিনি জানান ৩০ জুন ২০১৯ ছিল মনোনয়ন পত্র সংগ্রহ ও জমার শেষ দিন। ২ জুলাই বাছাই। ৯ জুলাই প্রত্যাহার ও আজ ২৫ জুলাই নির্বাচন।
মহিলা সদস্য পদে উপ-নির্বাচন হলেও প্রার্থীদের প্রচার-প্রচারণা ও এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ব্যপক উৎসাহ লক্ষণীয়। এক কথায় গৌরিপুর, হরিশ্যাম, তেঘরী এই তিন গ্রামে পুরোদমে বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনকে ঘিরে এলাকার ভোটারদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। বন্যাক্রান্ত হওয়া সত্বেও প্রার্থীরা ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া, ভোটারদের সাথে উঠান বৈঠক, এলাকার অলিতে-গলিতে পোস্টার সাঁটানো ও মাইকিং প্রচারণা শেষ করেছেন।
আসন্ন এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন প্রার্থী। তারা হলেন- সুক্তি রানী দাস ( হেলিকপ্টার), মোছাঃ লুৎফা বেগম (বই), ও রুশনা বেগম (মাইক)।