সিলেটের বিশ্বনাথ উপজেলায় প্রথম নারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করলেন বর্ণালী পাল চৌধুরী। গত বুধবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসারের এ দায়িত্ব নেন। ইউএনও হিসেবে যোগদানের পূর্বে তিনি সিলেট বিভাগীয় কমিশনার অফিসে সহকারী সচিব হিসেবে কমর্রত ছিলেন।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়া বিশ্বনাথের বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের স্থলাভিক্তিক হলেন তিনি। কাগজে-কলমে বুধবার বিকেলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেও ব্যক্তিগত প্রয়োজনে ছুটিতে যাবেন বলে স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন তিনি। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
এব্যাপারে নবাগত উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল চৌধুরী সাংবাদিকদের জানান, সকলের সহযোগিতা নিয়ে তিনি কাজ করতে চান এবং বিশ্বনাথ উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে হিসেবে দাঁড় করাতে চান। তাই তিনি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থী।