শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জ পশ্চিম গৌরিপুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে উপ-নির্বাচনে রুশনা বেগম নির্বাচিত



বালাগঞ্জ পশ্চিম গৌরিপুরে সংরক্ষিত মহিলা সদস্য পদে উপ-নির্বাচনে রুশনা বেগম নির্বাচিত হয়েছেন। সন্ধ্যা ৭ ঘটিকায় রিটার্নিং অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষণা করেন। ফলাফলে রুশনা বেগমকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ৩ টি কেন্দ্রে মোট ভোটার ৩২৭৯ জন। তার মধ্য ১২৬৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয় ৩৮টি ভোট। বৈধ ভোট ১২৩১টি।

রুশনা বেগম ( মাইক) প্রতীকে ৫৭১ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুক্তি রানী দাস ( হেলিকপ্টার) ৩৬২ ও মোছাঃ লুৎফা বেগম (বই) ২৯৮ ভোট পান। ভোট কেন্দ্র গুলোতে সার্বিক আইন শৃঙ্খলা নিরাপত্তায় পুলিশের পাশাপাশি বিজেপি সহ মোবাইল টিম ছিল।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার ( ভূমি) সুমন চন্দ্র দাস, ম্যাজিষ্ট্রেট অনুপমা দাস, রিটার্নিং অফিসার উৎপল চক্রবর্তী, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমানসহ পর্যবেক্ষকরা নির্বাচন কেন্দ্র গুলো পরিষদর্শন করেন।

তিনটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার-ই জানান তাদের কেন্দ্রে ভোট গ্রহণ চলে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। কেন্দ্র ভিত্তিক ফলাফলে দেখা যায় – তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ১০৫৫, সর্বমোট ভোট কাস্ট হয়েছে ৪০৫টি। যেখানে – সুক্তি রানী দাস ( হেলিকপ্টার) ২৭৬ ভোট পান, এ কেন্দ্রে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রুশনা বেগম ( মাইক) প্রতীকে পেয়েছেন ৯৩ ভোট। তাছাড়া মোছাঃ লুৎফা বেগম (বই) পেয়েছেন ১৫ ভোট। এই কেন্দ্রে বাতিল ভোট ২১টি।

হরিশ্যাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ১১২৩, সর্বমোট ভোট কাস্ট হয়েছে ৩৪৯টি। যেখানে – রুশনা বেগম ( মাইক) প্রতীকে ২২৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে সুক্তি রানী দাস ( হেলিকপ্টার) ৭৪ পান। এছাড়া মোছাঃ লুৎফা বেগম (বই) ৪১ ভোট পান। এ কেন্দ্রে বাতিল ভোট ৯টি।

গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ১১০৫, সর্বমোট ভোট কাস্ট হয়েছে ৪১৫টি। যেখানে –  রুশনা বেগম ( মাইক) প্রতীকে ২৫৩ ভোট পান। এ কেন্দ্রে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মোছাঃ লুৎফা বেগম (বই) ২৪২ ভোট পান। এ ছাড়া সুক্তি রানী দাস ( হেলিকপ্টার) ১২ ভোট পান। এই কেন্দ্রে বাতিল ভোট ৮টি।

উল্লখ্য যে, এই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদের এ উপ-নির্বাচনে – ৩০ জুন ২০১৯ ছিল মনোনয়ন পত্র সংগ্রহ ও জমার শেষ দিন। ২ জুলাই বাছাই। ৯ জুলাই প্রত্যাহার ও আজ ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হলো।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!