হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব।
১৫ই আগস্ট উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন আহমদ-এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর (সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম, ওসি এস এম আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, প্রবাসী আওয়ামীলীগ নেতা আব্দুল ছালিক।
অলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবলীগ নেতা কিবরিয়া মিয়া, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, সাবেক ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান, যুবলীগ নেতা মুকিত মিয়া, ইউপি সদস্য বেলাল আহমদ, যুবলীগ নেতা আব্দুল মান্নান, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল, একাংশের উপজেলা সভাপতি প্রাণেশ দাস, সহ-সভাপতি মলয় কান্তি, অর্থ সম্পাদক কবির আহমদ, একাংশের সভাপতি অজয় দেব, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক ধন মিয়া, জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী রাজু, সদস্য হাবিব আহমদ, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য জয়নাল আবেদীন, সাংস্কৃতিক সম্পাদক রনিক পাল, শাহজালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার দে, গজিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসন, কঠালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুন দেব, হাজিপুর জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও শিক্ষক দিবাস দাস প্রমুখ।