শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন



বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা শাখার ৫১ সদস্য বিশিস্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে। জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন কুমার দে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষ সম্প্রতি ওই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন। এর পূর্বে গত ২০ জুলাই অনুষ্ঠিত সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি অজিত কুমার পাল, সহ-সভাপতি সুনিল কান্তি দে, করুনা কান্ত দাশ তালুকদার, বাদল কুমার দে, দেবব্রত চক্রবর্তী, করুনা বৈদ্য, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, যুগ্ম সম্পাদক বিভাংশু গুন বিভু, কাজল মালাকার, কোষাধ্যক্ষ কানু রঞ্জন দে, সহ কোষাধ্যক্ষ নেপাল দেব, সাংগঠনিক সম্পাদক সমীর দেব ঝুলন, সহ সাংগঠনিক সম্পাদক নকুল বর্ধন, দপ্তর সম্পাদক অজয় দেব, প্রচার সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, গণসংযোগ সম্পাদক সুরঞ্জিত বৈদ্য স্মরণ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জয়ন্ত বৈদ্য, সাংস্কৃতিক সম্পাদক অজিত দাশ, সমাজ কল্যাণ সম্পাদক শুভরাজ চন্দ, আইন বিষয়ক সম্পাদক নন্দ লাল বৈদ্য, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক নির্মল সরকার, মহিলা বিষয়ক সম্পাদক রঞ্জনা বৈদ্য, পূজা সম্পাদক বিজয় দেব, সহ পূজা সম্পাদক সুমন দেব।

কার্যনির্বাহী সদস্য- জয়ন্ত আচার্য্য, শংকর ধর, শংকর দাশ শংকু, রুনু কান্ত দে, শংকর পাল, কনক দেবনাথ, দ্বিপক কান্তি দাশ, বিজিত সরকার, ঝুটন চৌধুরী, অথীন রায় চৌধুরী রানা, অসিত রঞ্জন দেব, শীতল বৈদ্য, পার্থ সারথী দাশ পাপ্পু, রিপন দাস, শিল্টু দাস, স্বপন আচার্য্য, নিশি পাল, জ্যোতিশ দাস, রিপন সাহা রায়, রঞ্জু মালাকার, অকিল বৈদ্য, বিজয় বৈদ্য, জয়দ্বীপ সরকার, দিলিপ কুমার দাস, বিল্পব দেব, রিংকু মালাকার।

উপদেষ্টা পরিষদ- নবেন্দু জ্যোতি দে, নিশী কান্ত পাল, পিনাক চক্রবর্তী, মানিক লাল দে, রুপক কুমার দে, সমরেন্দ্র বৈদ্য সমর, রনজিৎ ধর রণ, জ্যোতির্ময় দে মতি, স্মরদিন্দু চক্রবর্তী, ডাঃ মলয় সোম চৌধুরী, যতিন্দ্র কুমার দাস, রানা কান্ত দে, রবিন্দ্র কুমার মালাকার, বিদ্যাভূষণ চক্রবর্তী, সুবিনয় মালাকার, ক্ষিতিশ চন্দ্র দাস, করুণাময় চক্রবর্তী, গোবিন্দ দাস, গপেন্দ্র দাস, অমরেন্দ্র বৈদ্য, অভয় চন্দ্র সরকার।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!