ওসমানীনগর উপজেলার খাগদিওর ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে প্রবাসীদের সাথে মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৬ আগস্ট) মাদ্রাসা মিলনায়তনে এ মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খন্দকার বাজার ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ট্রাস্টি মাওলানা ফখরুল ইসলাম, আব্দুর রহিম মুজিব, ইব্রাহিম আলী লিলু, রফিকুল ইসলাম খান, যুক্তরাষ্ট্র প্রবাসী আলম মো. খানের সাথে মতবিনিময় ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাফিজ দিলওয়ার খানের যুক্তরাজ্য গমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি নূরুল ইসলাম চৌধুরী লয়লা।
মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মাহফুজুল ইসলাম চৌধুরী ও শিক্ষক মাওলানা সিকন্দর আলীর পরিচালনায় অনুষ্ঠানে – স্থানীয় ইউপি সদস্য আফরুজুল হক, খন্দকার বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমএ শহীদ বাবলু, প্রবীণ মুরুব্বি নূরুল হক, আলাউদ্দিন, সমুজ আলী, আব্দুল বারিক, এলাইছ মিয়া, মোশাহিদ আলী, মাওলানা জহির উদ্দিন, ফয়ছল আহমদ কিনু, ডা. আব্দুল জলিল, ছুরাব আলী, আব্দুল মুক্তাদির লায়েক, আবুল হোসেন, হাফিজ আবু বকর, মাওলানা রুহুল আমিন, মাওলানা রুহুল আমিন তারেক, মো. আবুল কালাম, মো. আমিনুর রহমান জুনেদ, মো. ফয়ছল আহমদ, মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, শিক্ষক মাওলানা রইস উদ্দিন, হাবিব আলী, মাওলানা সিরাজুল ইসলাম, আব্দুল মতিন, মাওলানা শাহ আলম প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
সভায় প্রবাসী নেতৃবৃন্দ মাদ্রাসার উন্নয়নে তাঁদের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং এ ব্যাপারে এলাকাবাসীর প্রতি তাঁদের সমর্থন ব্যক্ত করেন।