মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

বেড়েইে চলেছে গরু চুরি : রাজনগরে গরুসহ চোর আটক



মোলভীবাজার জেলার রাজনগর উপজেলার টিকড়পাড়া এলাকা থেকে আজ দুপুর ১:৩০ মিনিটের সময় ৫টি গরুসহ তিন গরু চোরকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। পরে স্থানীয় জনতাই চোরদের রাজনগর থানা পুলিশে গরুসহ সোপর্দ করে।

আটককৃতরা হচ্ছে – সিলেট জেলার জালালাবাদ থানার লুকলি গ্রামের ফয়জুল ইসলামের পুত্র আবুল হোসেন (২৫), একই উপজেলার বড়পৌদ গ্রামের মৃত রহমত আলীর পুত্র আমির আলী (২৮) ও বড়পৌদের ফরিদ মিয়ার পুত্র শাহজাহান (৩০)। তারা পুলিশের জিজ্ঞাসাবাদ গরু চুরির সাথে তাদের সংশ্লিষ্টতার কথা  স্বীকার করেছে।

তারা সিলেট জেলার কোম্পানিগঞ্জ থানার ঘাটাইল গ্রামের সিরাজ মিয়ার গরু গুলো গতরাতে চুরি করে পিকআপে করে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় বিক্রির জন্য নিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে। মামলার দায়িত্বপ্রাপ্ত অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত রবিবার ফেঞ্চুগঞ্জ থানার মির্জাপুর গ্রামের ইমরান চৌধুরীর বাড়ীর সামন থেকে তার একটি গাভী চুরি হয়। যা আর পাওয়া যায়নি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন