বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত



স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগষ্ট) দুপুরে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তন সম্মেলন কক্ষে ইউএনও মোঃ নাজমুস সাকিবের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুরসহ এ প্রস্তুতি সভার আলোচনায় অন্যান্যের মধ্যে আরো অংশগ্রহণ করেন ও উপস্থিত ছিলেন – ভাইস চেয়ারম্যান মোঃ সামস্ উদ্দিন সামস্, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, সহকারী কমিশনার ( ভূমি) সুমন চন্দ্র দাশ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইউনুছ মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এস এম শাহরিয়ার, তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম তালুকদার, বালাগঞ্জ সরকারি ডিএনএ মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মোঃ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাকিব ভুইয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হামিদা বেগম, প্রকল্প কর্মকর্তা প্রীতি ভুষন দাস, আনসার বিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মোশাইদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান লকুছ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাপ্তাহিক কুশিয়ারা কূলের প্রকাশক হুসাইন আহমদ, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহীন, বালাগঞ্জ উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ইমন, উপজেলা জনস্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সেক্রেটারি নয়ন তালুকদার, উপজেলা যুবলীগের সদস্য আইনুর আহমদ রুমন, হেলালুজ্জামান বকুল, নবনির্বাচিত বালাগঞ্জ বাজার বনিক সমিতির সহ- সভাপতি মো: আজাদ মিয়া, মো: রকিব আলী, সহ-সাধারণ সম্পাদক দুলু মিয়া, অর্থ পরিকল্পনা সম্পাদক ম.আ.মুহিত, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোঃ মনির হোসেন মনি, সদস্য মোঃ রশীদ আলী, মো: আনোয়ার আলী, মো: জয়নাল আবেদীন, বদরুল ইসলাম মাহী, বিপুল রায়, এনামুল হক রাবিদ, ফয়ছল আহমদ, কাওছার আহমদ কওছর, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ তথ্য ও গবেষণা সম্পাদক সিরাজুল ইসলাম রাজু, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক বেলাল আহমদসহ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।

সভায় দিবসটি যথাযথভাবে পালনের সিদ্ধান্ত হয়। তাছাড়া মশক নিধন সপ্তাহ ও আসন্ন ঈদুল ফিতর সুষ্ঠভাবে সম্পন্ন করার ব্যপারে ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!