মিড ডে মিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জাবেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সীমা সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জসীম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, পাঠদানে মনোনিবেশ এবং শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করাই হলো এ মিড ডে মিলের উদ্দেশ্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আহাদুজ্জামান বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বিদ্যালয়ে মধ্যাহ্ন ভোজের কার্যক্রম চালু করা হয়েছে। শেষে বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিল বিতরণ করা হয়।