বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩:০০ ঘটিকার সময় বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুটি দল হচ্ছে – বালাগঞ্জ সদর ইউনিয়ন ও পূর্ব পৈলনপুর ইউনিয়ন।
এর আগে ৯ সেপ্টেম্বর পূর্বগৌরিপুর ইউনিয়ন ও পূর্বপৈলনপুর ইউনিয়নের মধ্যকার অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পারায় পরে টাইব্রেকারে ৪ -২ গোলে পূর্বপৈলনপুর পূর্বগৌরিপুরকে হারিয়ে ফাইনালে অংশগ্রহণ নিশ্চিত করে। ম্যান অব দ্যা ম্যাচ হন মামুনুর রহমান।
সেমি ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব। সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সমিতির সভাপতি জুয়েল আহমদ নুর ও সোলেমান আহমদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সুমন চন্দ্র দাস, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, বালাগঞ্জ থানার অফিসার ইন চার্জ গাজী আতাউর রহমান, ওসি তদন্ত আব্দুল হান্নান চৌধুরী, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুনেদ মিয়া, পূর্ব গৌরীপুর ইউনিয়ন চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্ব পৈলনপুর ইউনিয়ন চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার আইনুর আহমদ রুমন, সদস্য প্রদীপ দাস, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি নয়ন তালুকদার, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সহ সাধারন মোঃ দুলু মিয়া, সদস্য আনোয়ার আলী, বালাগঞ্জ উপজেলা কাবাডি খেলোয়াড় সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক ও ইলাশপুর বনিক সমিতির অর্থ সম্পাদক ইফতেখার রাকিব, হুসন মিয়া, আমির হাবিব, প্রমুখ।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান মামুনুর রহমান। পুরস্কার প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সামস্ উদ্দিন সামস্। খেলা পরিচালনা করেন সাইদুল ইসলাম চৌধুরী, রজব আলী ও আনজব আলী।