বালাগঞ্জে গরীব এন্ড ইয়াতীম ট্রাস্ট ফান্ড ইউকের রিক্সা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর বিকেলে উপজেলা পরিষদের প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে অসহায়দের মধ্যে তা হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাও. সৈয়দ আলী আসগর, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য আবুল কাশেম অফিক, উলজেলা চেয়ারম্যানের সিও সিরাজুল ইসলাম, ট্রাস্টের বালাগঞ্জ প্রতিনিধি লুৎফর রহমান, সমাজকর্মী মুশাহিদ সিকদার, ইউপি সদস্য আব্দুশ শহিদ দুলাল, জয়দীপ দাস, আসাদ আহমদ, সালেহ আহমদ শুকুর প্রমুখ।