শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক মহিউদ্দিন শীরু স্মরণে বালাগঞ্জে প্রাইম একাডেমিতে সভা ও দোয়া মাহফিল



প্রখ্যাত সাংবাদিক, কবি, গীতিকার, গবেষক, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন শীরু’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে বালাগঞ্জের আজিজপুর বাজারস্থ প্রাইম একাডেমির উদ্যোগে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক ও প্রিন্সিপাল মো. আব্দুর রহমান। অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন একাডেমির শিক্ষক মাওলানা কামরুল ইসলাম।

স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – একাডেমির ভাইস প্রিন্সিপাল সাহেদ আহমদ, শিক্ষক হায়দার রাজা এমরান, খন্দকার ইউসুফ আলী, সাদিকুর রহমান সুহিন, সায়মা বেগম, শেফি বেগম, অভিভাবক নজরুল ইসলাম, রাফিউল আলম রায়হান।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাডেমির ৪র্থ শ্রেণির শিক্ষার্থী রাহিমুল ইসলাম মাহবুব। ইসলামি সঙ্গীত পরিবেশন করেন ৩য় শ্রেণির শিক্ষার্থী আহলাম হোসেন জিকরা, কবিতা আবৃত্তি করেন ৫ম শ্রেণির শিক্ষার্থী মীর মাহি আহমদ সৌরভ।

সভায় বক্তারা প্রয়াত মহিউদ্দিন শীরু’র জীবন এবং কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!