বালাগঞ্জ উপজেলার বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সারসপুর নিবাসী মো. জুনাব আলী (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সিলেট শহরস্থ বাসায় পড়ে গিয়ে সংজ্ঞা হারান। পরবর্তীতে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ছেলে, ১মেয়ে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি গত কয়েক বছর যাবত হৃদরোগ জনিত জটিলতায় গুরুতর অসুস্থ ছিলেন।
এদিকে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাদ এশা বালাগঞ্জে স্থানীয় সারসপুর খুজগীপুর দারুল কোরআন হাফিজিয়া দাখিল মাদ্রাসার মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, সারসপুর খুজগীপুর দারুল কোরআন হাফিজিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফফার বকুল, মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সালেহ আহমদ, গহরপুর আল ফালাহ একাডেমির প্রিন্সিপাল মুহাম্মদ মিজানুর রহমান, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের প্রভাষক জাকারিয়া টিপু, ওমান প্রবাসী আব্দুল আহাদ প্রমুখ শরিক হন।