ওসমানীনগর উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে খন্দকার বাজার স্টুডেণ্ট ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে ঔষধি বৃক্ষরোপণ করা হয়েছে। গত বুধবার (২৫ সেপ্টেম্বর) দয়ামীর ইউনিয়নের খন্দকার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন দয়ামীর ইউনিয়ন পরিষদের স্থানীয় ৯নং ওয়ার্ডের সদস্য আফরুজুল হক।
কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়, খালিয়া সমাজ কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খালপার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হুসেন নমকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন – খন্দকার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত জাহান, খন্দকার বাজার স্টুডেণ্ট ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি সুকুমার সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী সাজু, দপ্তর সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক মকবুল হোসেন, কার্যকরী পরিষদের সদস্য আলবাব মোস্তফা খান, মোহাইমিন সোবহান ফাহিম, শিক্ষানুরাগী আবুল হোসেন, এমদাদুল হক এনাম প্রমুখ।