বালাগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা’।
দিবসকে কেন্দ্র করে সোমবার (৩০ সেপ্টম্বর) বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোঃ নাজমুস সাকিবের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডলের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর।
বক্তব্য রাখেন – বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সামস্ উদ্দিন সামস্, প্রবাসী কমিউনিটি নেতা লেখক মোঃ সাদ উদ্দিন আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি রজত চন্দ্র দাস ভুলন ও সাংবাদিক শাহাবুদ্দিন প্রমুখ।