শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা পরিষদের মাধ্যমে বিভিন্ন অনুদান প্রদান অনুষ্ঠিত



বালাগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষে পূজা পরিষদের মাধ্যমে বিভিন্ন অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১ অক্টোবর) বিকাল ৪ টায় বালাগঞ্জ বাজারস্থ ডাঃ পবিত্র্র বাবুর চেম্বারে এ অনুদান প্রদান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি রজত চন্দ্র দাস ভুলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক। এসময় উপস্থিত ছিলেন – বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের উপদেষ্টা বিভাস আচার্য্য বিকল, প্রভাত চন্দ্র রায়, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ও পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, সিলেট-৩ আসনের এমপির একান্ত সচিব মোঃ জুলহাস আহমদ, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জুনেদ মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুনেদ আহমদ, সিলেট জেলা পূজা পরিষদের সদস্য ও বাপসার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রঙ্গেশ কুমার দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি প্রদীপ দাস, স্বরুপ দে শংকু, যুগ্ম সাধারণ সম্পাদক শিবুল দাস, পুলক দাস দুরন্ত, সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় কুমার দাস, গৌরীপুর ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি তরুনী কান্ত দাস, ,উপজেলা পূজা পরিষদের কোষাধ্যক্ষ অর্জুন দেবনাথ, পূজা পরিষদের সদস্য শিক্ষক সুভাষ ধর, রমা কান্ত রায়, রিংকু দাস, প্রচার সম্পাদক পিন্টু দাস ,দপ্তর সম্পাদক শ্যামাপদ দাস শামা, বালাগঞ্জ উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অমল দাস আপন , ঝলক দাস, সবুজ দাস, বিকাশ সরকারসহ প্রতিটি ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদক, পূজা পরিষদ ঐক্য পরিষদ, বিভন্ন পূজা কমিটির সভাপতি সম্পাদক বৃন্দ।

বালাগঞ্জে শারদীয় দূর্গোৎসব ২০১৯ উপলক্ষে পূজা পরিষদের মাধ্যমে সরকারি অনুদান ৫০০শ কেজি চাউলের সমপরিমান অর্থ, সিলেট-৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে ২৮টি সার্বজনীন মণ্ডপে ৩ হাজার ও যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বালাগঞ্জ এস এম মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্টাতা চেয়ারম্যান আলহাজ্ব মতিউর রহমান শাহীনের ব্যক্তিগত তহবিল থেকে ৫টি শাড়ী করে ২৮টি পূজামন্ডপে প্রতিটি মন্ডলের সভাপতি সম্পাদকের নিকট হস্তান্তর করা হয়।

এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদাল মিয়া, জেলা পরিষদ সদস্য মোঃ লোকন মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সমাস্ উদ্দিন সাম্স্ ও পূজা পরিষদকে নগদ অর্থ প্রদান করেন।

শারদীয় দূর্গোৎসব ২০১৯ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন বালাগঞ্জ উপজেলা শাখার ৩১ পূজা মন্ডলের পক্ষে নিমন্ত্রণ পত্র প্রদান করা হয়।পূজামন্ডপের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহন করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!