সংযুক্ত আরব আমিরাতস্থ ‘প্রবাসী গহরপুর মানব কল্যাণ পরিষদ’ এর সভাপতি আব্দুল ওয়াদুদ এক সংক্ষিপ্ত সফরে দেশে এসেছেন।
তিনি গত শনিবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা এসে পৌঁছেন। তিনি আগামী ১৮ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে প্রত্যাবর্তন করবেন। দেশে অবস্থানকালে তিনি প্রবাসী গহরপুর মানব কল্যাণ পরিষদের সামাজিক কার্যক্রমে অংশ গ্রহণ করবেন বলে জানা গেছে।
এদিকে গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু গত শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় প্রবাসী গহরপুর মানব কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল ওয়াদুদের বালাগঞ্জের গহরপুরস্থ সিরাজপুর গ্রামের বাড়িতে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আরব আমিরাত প্রবাসী সমাজকর্মী মো. আমির আলী প্রমুখ উপস্থিত ছিলেন।