ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের সৈয়দ তজমুল আলীর তৃতীয় সন্তান ও সৈয়দ রিয়াজ আহমেদ লিটনের সহোদর সৈয়দ আফছার আহমেদ মাত্র ৩৫ বছর বয়সে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। (ইন্না লিল্লাহি—-রাজিউন)।
আজ শুক্রবার মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পর বুকে ব্যথা অনুভব করে জ্ঞান হারিয়ে ফেললে সাথে সাথে তাঁকে নিয়ে যাওয়া হয় ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে কর্তব্যরত চিকিৎসক জানান আফসার আর বেঁচে নেই।
উল্লেখ্য আফসার সিলেট শহরে ফার্মেসি ব্যবসার সাথে জড়িত। পাশাপাশি তিনি ফেঞ্চুগঞ্চ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাথে জড়িত ছিলেন।