আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কৃষকলীগের ১০ম জাতীয় সম্মেলনের মাধ্যমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দকে সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক করা হয়েছে আরেক যুগ্ম সাধারণ সম্পাদক সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য (এমপি) উম্মে কুলসুম স্মৃতিকে।
বুধবার (৬ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আগামী সাতদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
এর বেলা ১১টায় সম্মেলনস্থলে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি মোতাহার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক শামসুল হক রেজা। সম্মেলনে প্রকাশিত সুভেনিরের মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে আগামী ২০-২১ ডিসেম্বর। এর আগে হচ্ছে তিন সহযোগী সংগঠন কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন শ্রমিক লীগের সম্মেলন।
আওয়ামী লীগে গঠনতন্ত্র অনুযায়ী সহযোগী সংগঠন সাতটি। ভ্রাতৃপ্রতিম সংগঠন দুটি।