বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী তুলসী দাস আইসিটি প্রশিক্ষণ গ্রহণের জন্য ১৫ দিনের এক সংক্ষিপ্ত সফরে থাইল্যান্ড গেছেন। তিনি গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে থাইল্যান্ড যাত্রা করেন। জানা গেছে, সম্পূর্ণ সরকারি খরচে থাইল্যান্ডে তিনি আইসিটির এই উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে থাকবেন।
শিক্ষক তুলসী দাস সবার আশীর্বাদ কামনা করে সময় স্বল্পতার কারণে অনেককে বলে যেতে পারেননি বলে দুঃখ ও প্রকাশ করেছেন।