শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্র সংঘের উদ্যোগে

বালাগঞ্জে শ্রীশ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত



গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) বালাগঞ্জ বাজারস্থ মদন মোহন জিউর আশ্রমে বালাগঞ্জ শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্র সংঘের উদ্যোগে শ্রীশ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। ভাগবতীয় আলোচনা সভা সিলেট বিভাগীয় নামহট্রের সহপরিচালক শ্রীমান সুনন্দা কানাইয়া দাস ব্রম্মচারী সভাপতিত্বে ও সিলেট ইসকনের পদ্মলোচন শ্যাম দাসের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসকনের সহসভাপতি ও সিলেট ইসকনের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।

আলোচনায় অংশ নেন – বিয়ানীবাজার ইসকন শ্রীবাস অঙ্গনের শ্রীপাদ্ বিপীন বিহারী দাস ব্রম্মচারী, ময়মনসিংহ শেরপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রী উত্তম শ্যাম দাস ব্রম্মচারী, সিলেট ইসকনের সাবেক সাধারন সম্পাদক শ্রী বলদেব কৃপা দাস, ইসকন বাংলাদেশের সন্ন্যাস মন্ত্রনালয়ের প্রতিনিধি শ্রী সংকীর্তন নিতাই দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, সাধারন সম্পাদক শ্রী শান্তিব্রত চৌধুরী, , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারন সম্পাদক নয়ন তালুকদার,ওসমানী নগর উপজেলার স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল পাল, শ্রীপাদ্ সনৎ সনন্দ দাস ব্রম্মচারী, শ্রীমান ধরনী ধারন দাস ব্রম্মচারী প্রমুখ। স্বগত বক্তব্য রাখেন বালাগঞ্জ শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্র সংঘের সভাপতি শ্রী রঞ্জন কানাই দাস।

অতিথিকে ফুল দিয়ে বরণ করেন বালাগঞ্জ শ্রীশ্রী নামহট্র সংঘের সাধারন সম্পাদকশ্রী উদ্বব দ্বীনবন্ধু দাস। দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে ভোর সাড়ে চারটায় মঙ্গল আরতি, সকাল সাড়ে সাতটায় দর্শন আরতি ও গুরু পূজা, সকাল আটটায় শ্রীমদ্ভাগবত পাঠ, দশটায় কীর্তন মেলা, বারোটায় ভোগ রাগ ও ভোগ আরতি কীর্তন দুপুর ২টায় ভাগবতীয় আলোচনা সভা শেষে মহ প্রসাদ বিতরণ। উক্ত অনুষ্ঠানে ব্যাপক ভক্তের সমাগম ঘটে।

শাস্ত্র মতে দেবতা ইন্দ্রের সৃষ্ট মহাপ্লাবন থেকে বৃন্দাবনবাসীকে রক্ষায় ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন গিরি উত্তোলন করে তাতে তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। শ্রীকৃষ্ণের সেই লীলাকে স্মরণ করে আজও ভক্তরা গিরি গোবর্ধনের পূজা করেন; সাথে হয় অন্নকূট উৎসব।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!