শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ইয়াং স্টার হাডুডু প্রতিযোগিতার ২য় পর্ব উদ্বোধন



বালাগঞ্জ উপজেলার ‘১ম ইয়াং স্টার জনকল্যাণ বাজার হাডুডু টুর্ণামেণ্ট’র ২য় পর্বের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকালে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জনকল্যাণ বাজারে এ খেলা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী জিল্লুর রহমান জিলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া সংগঠক মিজানুর রহমান মির্জা।

বুরহান উদ্দিন ও শাহিন পাশার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, প্রবীণ সমাজকর্মী আবরু মিয়া, দিলদার আলী, শামীম আহমদ, সুহেল আহমদ, মাহমুদুল হক শানুর, শাহিন আহমদ, জামিল আহমদ গয়েস, রুহেল আহমদ, আফজল হোসেন দারা।

খেলা পরিচালনা করেন খেলা পরিচালনা
কমিটির সদস্য ছিদ্দেক আলী ও জেবলু আহমদ।

উদ্বোধনী খেলায় কুকুরাইল যুব উন্নয়ন ক্রীড়া সংস্থা ১৬-১৩ পয়েণ্টে আনফর একাদশ মোহাম্মদপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নিত হয়েছে। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের আনহার আহমদ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!