রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শিশু-কিশোর কল্যাণে।। আব্দুর রশীদ লুলু



এই যে এতো শিশু-কিশোর
রাস্তা-ঘাটে পড়ে
এদের জন্য প্রাণটা কাদের
একটু খানি নড়ে?

এই যে এতো শিশু-কিশোর
অপুষ্টিতে ভোগে
পথে পথে কাঁদে এবং
অনুকম্পা মাগে।

এই যে এতো শিশু-কিশোর
থাকে অনাহারে
মায়ের বুকে মুখ গুজে
উহু-আহা করে!

এই যে এতো শিশু-কিশোর
এদের কল্যাণে
বিত্তবানরা চায় না কেন
এদের মুখ পানে?

এই যে এতো শিশু কিশোর
এরাও চায় বাঁচতে
এরাও চায় একটু খানি
প্রাণ খুলে হাসতে।

এই যে এতো শিশু-কিশোর
এদেরও চাই যত্ন
শিক্ষা এবং সুযোগ পেলে
এরাও হবে রত্ন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!