শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের হাফেজ মর্তুজা আহমদের ইন্তেকাল : দাফন সম্পন্ন 



বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তিলকচানপুর (গোপকানু) গ্রামের হাফেজ মর্তুজা আহমদ গতকাল বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২ ঘটিকার সময় তাঁহার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। একই দিন বুধবার (৬ নভেম্বর) বাদ জোহর গোপকানু জামে মসজিদের প্রাঙ্গনে তাঁর নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফনকরা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ দিন থেকে জটিল বিভিন্ন রোগে শয্যাশায়ী হয়ে বিছানায় ছিলেন।

হাফেজ মর্তুজা আহমদ জামেয়া ইসলামীয়া ফিরোজাবাগ বালাগঞ্জ এর হিফয বিভাগের অস্থায়ী শিক্ষক, বালাগঞ্জ সদর ও গোপকানু মসজিদের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকসহ অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তিনি মজলিসের বালাগঞ্জ উপজেলার একজন নিবেদিত কর্মীও ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ১ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!