মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এমপি সামাদ চৌধুরীর সাথে বোয়ালজুড় বাজার বণিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ



সিলেট-৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন বালাগঞ্জের বোয়ালজুড় বাজার বণিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে ফেঞ্চুগঞ্জে এমপির নিজ বাড়িতে এই সাক্ষাতকালে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, বোয়ালজুড় ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া।

বোয়ালজুড় বাজার বণিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন – সভাপতি মুফতি মাহমুদ জায়গীরদার, সহসভাপতি শাহিদুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আব্দুস শহিদ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আকিকুল ইসলাম খালিছাদার, কাউন্সিলর জাহাঙ্গীর আলম বিজয়, সাহেদ আহমদ, জায়েদ রহমান মুন্না প্রমুখ।

এই সাক্ষাতকালে সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বণিক সমিতির নেতৃবৃন্দ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!