মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

ফেঞ্চুগঞ্জ যুব সংঘের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত



ফেঞ্চুগঞ্জ উপজেলা যুব সংঘের দুই দিনব্যাপী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্র ও শনিবার দুই দিনব্যাপী এই পরীক্ষা উপজেলার ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার পাচঁটি ইউনিয়ন থেকে মোট তেরটি স্কুলও একটি মাদ্রাসার ছাত্র ছাত্রী অংশ নেয়। শুধু মাত্র সপ্তম শ্রেণীতে পাচঁটি ক্যাটাগরিতে এই বৃত্তি অনুষ্ঠিত হয়। এতে মোট ২০৮ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে আসতে থাকে ছাত্র ছাত্রীরা। সুন্দর নিরিবিলি পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বৃত্তি পরিক্ষার হল পরিদর্শন করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ এসএম জাহিদুর রহমান, ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমদ রাজা, ফরিজা খাতুন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউর রহমান, এনজিএফএফ স্কুলের সাবেক শিক্ষক বেলায়েত হোসেন, সামাজকর্মী সৈয়দ তায়েফুজ্জামান, সাংবাদিক শহীদ আহমদ জুলহান চৌধুরী, বৃত্তি কমিটির আহ্বায়ক সৈয়দ নুরুজাজামান ও সদস্য সচিব শংকর চন্দ্র দেবনাথ। । যুব সংঘের অন্যান্যর মধ্যে হল পরিদর্শন করেন – ক্রীড়া সম্পাদক এম জে জাবেদ, দপ্তর সম্পাদক কামাল আহমদ, অর্থ সম্পাদক সৈয়দ শামসুল আলম বাচ্চু ও সদস্য শেখ মিঠু।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন